জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য শুরু হয়ে গেছে উৎসবের হাওয়া। রাজ্যের অধিকাংশ পূজো মণ্ডপ নির্মাণের কাজ সমাপ্ত। কোথাও কোথাও আবার এখনো চলছে শেষ তুলির টান। নির্ধারিত সময়ের মধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ সম্পন্ন করতে দিন-রাত এক করে কাজ করে চলেছে প্যান্ডেল তৈরির কাজে নিযুক্ত শ্রমিকরা। আর এরকমই এক প্যান্ডেল নির্মাণের কাজ করতে গিয়ে আচমকা উপর থেকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক শ্রমিক। ঘটনা শান্তির বাজারের মোটরস্ট্যান্ড এলাকায়। মোটরস্ট্যান্ডের পুজোর প্যান্ডেল নির্মাণ করতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা প্যান্ডেলের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অসীম বরুয়া নামে এক শ্রমিক। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে রাতেই হস্তান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই শ্রমিক। প্যান্ডেলের কাজ করতে গিয়ে আচমকা উপর থেকে পড়ে অসীম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।