জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুকুরের জলে পড়ে মৃত্যু চার বছরেরএক শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতচার বছরের শিশু কন্যার নাম খুশী বেগম। জানা যায় শনিবার দুপুরে আচমকাই চার বছরের শিশু খুশিকে খুঁজে পাচ্ছিল না তার মা। সঙ্গে সঙ্গে শিশু কন্যার বাবাকেও এই ব্যাপারে খবর দেয় শিশুটির মা।
তারপর বাড়ির লোকেরা চার বছরের শিশু কন্যাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ির পাশের পুকুরের জলে নেমে শিশুটির দুই কাকা শিশুটিকে খুঁজতে শুরু করে। পরবর্তী সময়ে পুকুরের জলের নীচ থেকে চার বছরের শিশু কন্যাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসক চার বছরের শিশু কন্যাকে মৃত বলে জানান।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঊনকোটি জেলা হাসপাতালে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ময়না তদন্তের পর রবিবার শিশুটির দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Leave feedback about this