Site icon janatar kalam

পিএম বিশ্বকর্মা স্কিমের অনুমোদন কেন্দ্রের 

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ১৩,০০০ কোটির পিএম বিশ্বকর্মা স্কিমের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা । তাতে সুবিধা হবে অন্তত ৩০ লাখ শিল্পীর। যাদের মধ্যে রয়েছেন স্বর্ণকার , তাঁতি, ক্ষৌরকার, চর্মকার, ধোপা সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা। এক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রথম পর্যায়ে সরকারের এই পেশার সঙ্গে থাকা লোকজনকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ পর্বেই প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা করা হবে। ১ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে ৫ শতাংশ সর্বোচ্চ সুদে। স্বাধীনতার দিন লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা হস্তশিল্পীদের জন্য বিশ্বকর্মা যোজনার সূচনা করা হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ১৩,০০০ থেকে ১৫,০০০ কোটি টাকা পর্যন্ত সহায়তা করা হবে। যে সমস্ত যুবকরা চিরাচরিত নানা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাঁদের বিরাট সুবিধা দেবে সরকার।আমাদের দেশের ও দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর শিল্পী রয়েছেন যাঁদের পুঁজির কোনও ব্যবস্থা নেই। ইচ্ছা থাকলেও তাঁরা আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করতে পারেন না। তবে তাঁদের দিশা দেখাবে এই স্কিম।

Exit mobile version