জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোদ রাজধানীতে জলের জন্য পথ অবরোধ। তাও পড়ুয়াদের। দুই মাস ধরে জল সমস্যার অভিযোগ এনে আগরতলা সরকারি নার্সিং কলেজের পড়ুয়ারা এদিন তাদের কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জলের দাবিতে। জলের দাবিতে সড়ক অবরোধ কিংবা বিক্ষোভ প্রদর্শন গ্রাম পাহাড়ের নিত্য দিনের ঘটনা।
এবার কোন গ্রাম-পাহাড়ে নয়, খোদ আগরতলা শহরের প্রান কেন্দ্রে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাল করল পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে পথ চলা শুরু হয়েছিল আগরতলা সরকারি নার্সিং কলেজের। এবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা জলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল। সোমবার কলেজের পড়ুয়ারা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
তাদের অভিযোগ দুই মাসেরও অধিক সময় ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছে। এমনকি তাদের হস্টেলেও জলের সমস্যা চলছে। অভিযোগ কলেজের অধ্যক্ষকে জলের সমস্যার বিষয়ে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে। প্রশ্ন উঠছে রাজধানীর প্রাণ কেন্দ্রে যদি পানীয় জলের সমস্যার জন্য পড়ুয়াদের রাস্তায় নামতে হয় তাহলে গ্রাম- বাংলার অবস্থা কি হবে তা সহজে বোঝা যায়। দাবি উঠেছে দ্রুত এই সমস্যা সুরাহার।