পানিসাগরে ডিমের গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে নেশা সামগ্রীর পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা না হয়ে ত্রিপুরা রাজ্যে যেন নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার নেশা সামগ্রী আটক হচ্ছে। শনিবার পানিসাগরে ৬ চাকার একটি ডিমের গাড়ি আটককরে পুলিশ।
গোপন সূত্রের খবরে পুলিশ জানতে পারে গাড়িতে নেশা সামগ্রী রয়েছে। গাড়িটি তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং আটক করা হয় গাড়ি চালককে। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক জানান, পানিসাগর থানা এলাকার উক্তাখালি নাকা পয়েন্টে স্পেশাল অভিযান চালানো হয়।
দুপুরে গোয়াহাটি থেকে আসা ডিম বোঝাই গাড়িটি আটক করে পুলিশ। এই গাড়িতেই লুকানো ছিল ইয়াবা ট্যাবলেটগুলি। তার বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে খবর। পুলিশ এডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে।