Site icon janatar kalam

পাথর বোঝাই অভারলোড ট্রাক ব্রীজ ভেঙ্গে বিপত্তি বৈষ্ণবপুরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলা সারুম মহকুমার অন্তর্গত বৈষ্ণবপুর এডিসি ভিলেজ এলাকায় শুক্রবার সাত সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকাল আনুমানিক ছয়টার সময় বৈষ্ণবপুর মংসাইমগ পাড়ার নিকটবর্তী একটি ১৫ টন ক্ষমতা সম্পন্ন লোহার ব্রিজে ওভারলোডেড একটি পাথর বোঝাই ট্রাক উঠতেই মুহূর্তের মধ্যেই ব্রিজটি ভেঙে পড়ে। লরিটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাটাতারের কাজের জন্য পাথর বহন করছিল।

বে ব্রিজটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজন ছিল ওই গাড়িতে, যা দুর্ঘটনার মূল কারণ বলে অনুমান করা হচ্ছে। শুক্রবার ছিল বৈষ্ণবপুরের হাটবার। ফলে সকাল থেকেই ঐ ব্রিজের উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করছিলেন। দুর্ঘটনার সময় ব্রিজের উপর কয়েকজন পথচারী থাকলেও আশ্চর্যজনকভাবে কেউ গুরুতরভাবে আহত হননি। অঙ্কের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, বারংবার অনুরোধ সত্ত্বেও ব্রিজটির রক্ষণাবেক্ষণে নজর দেয়নি প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Exit mobile version