Site icon janatar kalam

পাকিস্তানের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি তালিবানের, ৫৮ পাকিস্তানি সেনা নিহত দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ আফগান তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দ্যুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায়।

কাবুলে এক সাংবাদিক সম্মেলনে মুজাহিদ বলেন, পাকিস্তান আফগানিস্তানের ওপর হামলা চালালে তা বরদাস্ত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, “যে কেউ আফগান মাটিতে আক্রমণ করবে বা আকাশসীমা লঙ্ঘন করবে, তাকে কঠোর জবাব দেওয়া হবে।”

তালিবান মুখপাত্রের অভিযোগ, পাকিস্তান নিজেদের ভূখণ্ডে আইএসআইএস (দায়েশ) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তিনি ইসলামাবাদকে অবিলম্বে তাদের বহিষ্কারের আহ্বান জানান।

মুজাহিদ আরও দাবি করেছেন, আফগান বাহিনী ইতিমধ্যেই পাকিস্তান সেনার ২৫টি পোস্ট দখল করেছে এবং আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও অনানুষ্ঠানিক সীমারেখা বর্তমানে তালিবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, “আফগানিস্তান তার স্থল ও আকাশসীমা রক্ষার অধিকার রাখে। কেউ আগ্রাসন চালালে তার জবাব কড়া হাতে দেওয়া হবে।”

Exit mobile version