Site icon janatar kalam

পাঁচ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন

????????????????????????????????????

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার পাঁচ দফা দাবিতে দুই ঘন্টার গণঅবস্থান কর্মসূচিতে মিলিত হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। গণঅবস্থান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে। গণঅবস্থান স্থল থেকে অতিসত্বর তাদের দাবি পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়েছে ক্ষেতমজুর ইউনিয়ন।

এদিন সংবাদ মাধ্যমকে ক্ষেতমজুর ইউনিয়নের জনৈক নেতৃত্ব জানান , রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান করেনি যার ফলে এরা বঞ্চিত হয়ে রয়েছে সরকারি আর্থিক সুযোগ সুবিধা থেকে। তাই ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট পাঁচ দফা দাবি রাখা হয়েছে। 

 

দাবিগুলো যথাক্রমে :-

রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করা, গোটা দেশে আদিবাসি মহিলাদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করা।

Exit mobile version