জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। প্রতিবছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিন দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে গান্ধীজিকে। এবারো যেন তার ব্যতিক্রম হবে না। কেন্দ্রীয় সরকার ও দেশের শাসক দল বিজেপি এবছর গোটা দেশজুড়ে গান্ধীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে একপক্ষকালের কর্মসূচি সমাপ্ত হবে গান্ধীজীর জন্মজয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উপলক্ষে। গান্ধীজীর জন্ম জয়ন্তীকে সামনে রেখে আগামী পহেলা অক্টোবর বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা গোটা দেশজুড়ে সংঘটিত হবে স্বচ্ছতা অভিযান। তারপরের দিন গান্ধী জয়ন্তীতে প্রত্যেকে ক্রয় করবেন খাদি বস্ত্র। সর্বভারতীয় এই কর্মসূচি রাজ্যেও সংঘটিত করা হবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহীত কর্মসূচি তুলে ধরেন দলের প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে শ্রী ভট্টাচার্য বলেন আগামীকাল রাজ্যের সর্বত্র নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা অভিযান সংঘটিত করবে। প্রধানমন্ত্রী স্বেচ্ছায় শ্রম দান করে স্বচ্ছতা অভিযান বাস্তবায়নের জন্য যে আহবান রেখেছেন তাতে অংশ নেবেন রাজ্যের সমস্ত স্তরের নির্বাচিত প্রতিনিধিরা ও দলীয় কার্যকর্তারা।তার পরের দিন প্রত্যেকেই ক্রয় করবেন খাদি বস্ত্র।