জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পশ্চিম থানার নাকের ডগা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির নাম আব্দুল কালাম বয়স আনুমানিক ৭০ বছর ।প্রত্যক্ষদর্শীদের ধারণা হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে । এলাকাবাসীরা জানিয়েছে মৃত ব্যক্তির মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে ।
প্রশ্ন উঠছে পুলিশ কি করে নিশ্চিত হয়েছে? ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে । তবে সঠিক তদন্ত করলে উদঘাটন হবে আসল রহস্য । অভিযোগের আঙ্গুল উঠছে পুলিশের দিকে । পুলিশ মৃতদেহের এলাকাটি নির্দিষ্টভাবে চিহ্নিত করেনি । উপরন্তু কোনও তদন্ত ছাড়াই মৃতদেহটি নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য । এদিকে মৃত্যুর পর মৃতের দুই ছেলে ও স্ত্রী এসে হাজির হয়েছে ।
প্রত্যেকেই চাইছে এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত । প্রসঙ্গত অত্যন্ত শান্ত স্বভাবের বিনয়ী ছিল ওই ভবঘুরে । এলাকায় প্রত্যেকে তাকে মামা বলেই চিনত ।একাংশ মানুষের অভিযোগ রাতের আঁধারে কেউ না কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গায়ে চাদর দিয়ে ঢেকে গিয়েছে । যার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে কেউ ধারণা করতে পারেনি।