Site icon janatar kalam

পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর প্রচারে আইনজীবী মহল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি দেবী দেববর্মণের সমর্থনে আগরতলা শহরে সুবিশাল মিছিল করলেন আইনজীবীরা ।সোমবার রাজধানীতে উদ্দীপনাময় মিছিল করেন তারা। ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে এদিন হয় সুসজ্জিত মিছিল।

আদালত চত্বর থেকে বের হয় বিশাল মিছিল। নেতৃত্বে ছিলেন আইনজীবী তথা প্রদেশ বিজেপি সহ- সভাপতি সুবল ভৌমিক সহ সংগঠনের নেতৃত্ব। মিছিলে প্রচুর মহিলা-পুরুষ আইনজীবী অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। এদিন মিছিল থেকে আওয়াজ উঠে দুই লোকসভা ও রামনগর বিধানসভার উপভোটে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।

প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক এদিন বলেন, রাজ্যকে দু- হাত ভরে সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের বুকে উজ্জল রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ত্রিপুরায় ১০ টি জাতীয় সড়কের কাজ চলছে। আগে যেখানে মাত্র একটি জরাজীর্ণ জাতীয় সড়ক ছিল। ত্রিপুরার অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পথে। এদিন বেশ উৎসাহ লক্ষ্য করা যায় আইনজীবীদের মধ্যে।

Exit mobile version