জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শান্তিরবাজারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাইক রেলি। রেলি শেষে হয় নির্বাচনী সভা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার শান্তিরবাজার যুব মোর্চার উদ্দ্যোগে সুবিশাল মোটর বাইক রেলি হয়। শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ড্রপগেইট এলাকা থেকে বাইক রেলিটি শুরু হয়।
দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রেলি। এর সামনে ছিলেন হুড খোলা গাড়িতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, শান্তিরবাজারের বিধায়ক সহ অন্যান্য কার্যকর্তারা। শান্তিরবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে এসে বাইক রেলি শেষ হয়। রেলি শেষে হয় বিজেপি শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে সভা।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী , শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্যরা।
এদিন রেলি ও সমাবেশ থেকে আহ্বান রাখা হয় ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রেলিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।