Site icon janatar kalam

পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান মানিক সরকারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিধানসভা নির্বাচনের চেয়ে লোকসভা নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ ঠিক রাখা না গেলে রাজ্য কি করে ঠিক থাকবে। রাজ্যে চলছে অরাজকতা। সভায় আসতে পর্যন্ত মানুষ ভয় পায়। এই অবস্থার পরিবর্তন করতে হলে দিল্লিতেও পরিবর্তন করতে হবে। সাহস করে বের হতে হবে।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নির্বাচনী জনসভায় একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার বিকেলে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বনকুমারী নেতাজী সংঘের মাঠে হয় নির্বাচনী জনসভা ইন্ডিয়া জোটের।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, পশ্চিম আসনের প্রার্থী আশীষ কুমার সাহা সহ অন্য দলের নেতৃত্ব। জনসভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি পশ্চিম আসনে হাত চিহ্নে ভোট দেবেন না মনে করে ঘরে বসে থাকেন তাহলে ভুল করবেন। এতে সুবিধা হবে বিজেপির।

রাজনীতিতে সঙ্কীর্ণতার কোন সুযোগ নেই। শেষ বলে কোন কথা নেই। তিনি বলেন, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। সংকীর্ণ দৃষ্টিতে নিজেদেরকে আবদ্ধ না রাখার আবেদন মানিকের। সিপিএম-র তরফে যে লিফলেট ছাপা হয়েছে সেগুলি বাড়ি বাড়ি গিয়ে বিলি করার জন্য সিপিএম কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

 

Exit mobile version