Site icon janatar kalam

পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে গেলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচাৰ্য 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার দুটি লোকসভার নির্বাচন সম্পন্ন হওয়ার পরে এবার পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে গেলেন এক ঝাঁক বিজেপির নেতা-মন্ত্রী বিধায়ক। ত্রিপুরা থেকে প্রায় ৩০ জন গেছেন নির্বাচনী প্রচারে। বৃহস্পতিবার পশ্চিমবাংলায় যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে বিমানে তারা পশ্চিমবাংলায় যান।

রাজ্য ছাড়ার আগে বিমানবন্দরে রাজীব বাবু জানান, দলের জাতীয় সভাপতির নির্দেশে সেই রাজ্য সংগঠন বিস্তার ও প্রচারে যাচ্ছেন তারা। পাশাপাশি তিনি অভিযোগ করেন তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। শিল্প-কলকারখানা সবকিছু পশ্চিমবাংলায় ধ্বংসের পথে। রাজীব বাবু অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি পশ্চিমবাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না। তবে তিনি আশাব্যক্ত করেন লোকসভায় পশ্চিমবাংলায় বিজেপির ভালো ফলাফল হবে।

 

 

Exit mobile version