janatar kalam Home রাজনৈতিক পর্ষদের পরীক্ষায় ককবরক ভাষায় প্রশ্নপত্র তৈরি করার দাবিতে সরব হলো এনএসইউআই 
রাজনৈতিক রাজ্য শিক্ষা

পর্ষদের পরীক্ষায় ককবরক ভাষায় প্রশ্নপত্র তৈরি করার দাবিতে সরব হলো এনএসইউআই 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনএসইউআই-র তরফে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে ডেপুটেশন। বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন সভাপতির সঙ্গে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমির হোসেন। ডেপুটেশন শেষে এন এস ইউ আই নেতৃত্ব বলেন, ককবরক বিষয়ে পাঠরত পড়ুয়াদের দাবি তাদের বিষয়ের প্রশ্নপত্র যাতে রোমান লিপিতে করা হয়।

যাতে তাদের উত্তরপত্র লিখতে সুবিধা হয়। কিন্তু রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ইচ্ছাকৃতভাবে অনীহা প্রকাশ করে যাচ্ছে বলে অভিযোগ। এখনও রোমান লিপি কার্যকর করেনি। তাদের দাবি আগামী বছরের পর্ষদের পরীক্ষা থেকে যাতে ককবরক ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রতিনিধি দলে ছিলেন আমির হোসেন, মহম্মদ উদয় খাদিম,আব্দুল কাদের সহ অন্যরা।

 

 

 

Exit mobile version