জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শনিবার ১৮৪ তম বিশ্ব ফটোগ্রাফি দিবস ।সারা বিশ্বের সাথে রাজ্যেও বিশেষভাবে পালিত হচ্ছে এই দিনটি । বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে আগরতলার রবীন্দ্রশতবার্ষিকীভবনে শনিবার থেকে দুদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ, আগরতলা প্রেসক্লাবের সভাপতি ,সম্পাদক, প্রাক্তন সম্পাদক সহ চিত্র সাংবাদিক এবং সাংবাদিকরা । অনুষ্ঠানের উদ্বোধন করে চিত্র সাংবাদিকদের উপস্থাপনা গুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন পর্যটকদের আকর্ষণ বাড়াতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় , যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে পর্যটনের মান কতটা উন্নয়নের পথে, আগের তুলনায় দেশি বিদেশী পর্যটকদের আসা যাওয়ার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছরিয়ে পরে তবে পর্যটনের ক্ষেত্রে একটা দারুন বার্তা পৌঁছবে।