Site icon janatar kalam

পরিষেবা প্রদান করেও বেতন থেকে বঞ্চিত অস্থায়ী ডাক্তাররা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনবিইএমএস ডিপ্লোমা অল ইন্ডিয়া কোর্সের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা ৫ মাস ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না। কিন্তু বিগত ৫ মাস ধরে আইজিএম হাসপাতালে তারা তাদের দায়িত্ব পালন করে চলেছেন ঠিকই । ফলে বাধ্য হয়ে শুক্রবার তারা কর্ম বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।এদিন সংবাদ মাধ্যমকে এক প্রশিক্ষণার্থী জানান দু’বছর ধরে আইজিএম হাসপাতালে পরিষেবা দিয়ে চলেছে তারা। এরা প্রত্যেকেই বহিরাজ্যের। ফলে তাদের বাড়িঘর ছেড়ে এখানে এসেছে , ৫ মাস ধরে ঘর ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক ঘর ছাড়ার জন্য বলেছে বলে জানান এবং আই জি এম থেকে কোন প্রকার হোস্টেল ও দেওয়া হয়নি সুতরাং তারা এখন কি করবে স্টাইপেন্ড না পেয়ে অর্থনৈতিক সংকটে ভুগতে হচ্ছে । এখন তাদের একটি মাত্র দাবি যে অবিলম্বে তাদের স্টাইপেন্ড  দিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদের স্টাইপেন্ড  দিয়ে দেওয়া হয় না হলে এই কর্মবিরতি জারি থাকবে বলে জানিয়েছেন।

 

 

Exit mobile version