জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্রকে সবুজ ও নির্মল করে তোলার লক্ষ্যকে সামনে রেখে চারা গাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ৬ আগরতলা যুব মোর্চা। এই উপলক্ষে রবিবার সকালে রাজধানীর অ্যালবার্ট এক্কা ক্লাব প্রাঙ্গনে ৬ আগরতলা যুব মোর্চা কমিটির কর্মী সমর্থকরা পথ চলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ ,মন্ডল সভাপতি হীরালাল সাহা ,যুব মোর্চার প্রদেশ কমিটির সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা। এদিন যুবনেতা রানা ঘোষ জানান ,পরিবেশ সবুজ এবং নির্মল রাখার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি।