janatar kalam Home রাজ্য পরিবেশ দূষণ মুক্ত রাখার বার্তায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচী হাতে নেয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট
রাজ্য শিক্ষা

পরিবেশ দূষণ মুক্ত রাখার বার্তায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচী হাতে নেয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজে এগিয়ে আসছে মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট। বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতে রাজধানীতে কর্মসূচী নিয়ে থাকে ইউনিতের স্বেচ্ছাসেবকরা। বর্তমানে দুষিত হচ্ছে পরিবেশ। এর মধ্যে একটি হল মানুষের সৃষ্ট বায়ু দূষণ। এই দূষণের প্রভাবে ক্ষতি হচ্ছে শুধু প্রাণী কুল নয়, মানব জীবনেও।

ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তাই এর থেকে মুক্ত থাকতে হলে প্রয়োজন পরিবেশকে নির্মল রাখা। এই পরিবেশ দূষণ মুক্ত রাখার বার্তায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার কর্মসূচী নেয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা। সহযোগিতায় ছিল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

এদিন ছাত্রীরা রাজধানীর এম বি বি চৌমুহনীতে পথ চলতি লোকজনের মধ্যে লিফলেট বিলি করেন। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর হিমানী দেববর্মা, এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সহ অন্যরা। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ, যত্রতত্র আবর্জনা না ফেলার বার্তা দেন তারা।

 

 

Exit mobile version