Site icon janatar kalam

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লক্ষ্য প্রতিটি বুথে জয়লাভ করা : বিজেপি মুখপাত্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ৮ জেলার ৩৫ ব্লকে পঞ্চায়েত নির্বাচন হবে। এই পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো কিভাবে জয় হাসিল করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে প্রদেশ বিজেপি অফিসে দুই দিনের বৈঠকে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লক্ষ্য প্রতিটি বুথে জয়লাভ করা। দুইদিন ব্যাপী বৈঠকে মন্ত্রী, বিধায়ক, দলীয় নেতৃত্ব তাদের মতামত দিয়েছেন। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

সোমবার ও মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে বৈঠক হয়। প্রথম দিন মন্ত্রী- বিধায়কদের নিয়ে। আর দ্বিতীয় দিনে জেলা- মণ্ডল সভাপতি, বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও অফিস বিয়ারারদের নিয়ে হয় বৈঠক। বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিক সম্মেলনে মুখপাত্র বৈঠকের বিষয় তুলে ধরতে গিয়ে জানান, ২৩ জুন বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। ৬ জুলাই জন্মদিন।

২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পক্ষকাল ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হবে রাজ্যেও। মুখপাত্র আরও জানান,বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি ১৬৭১ টি বুথে ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ১৫৯৯ টি বুথে বিজেপি জয়লাভ করেছে। ৪৪ টি বিধানসভা কেন্দ্রের ১০০ শতাংশ বুথে বিজেপি জয়লাভ করেছে।

Exit mobile version