Site icon janatar kalam

নেশা বাণিজ্য দিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত উভয় পরিবারের ৭/৮জন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার রমরমা রাজধানীতে। এবার নেশার ব্যবসা নিয়ে ঝামেলা। নেশা বাণিজ্য দিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। আহত হয়েছে উভয় পরিবারের ৭ থেকে ৮ জন। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে রাজধানীর ভোলাগিরি এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। এনসিসি থানায় মামলা পাল্টা মামলা দায়ের।

পশ্চিম জেলার পুলিশ সুপার জানান এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া ও অভিজিৎ দেবের পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ শাহজাহান মিয়া ব্রাউন সুগার বিক্রয় করে। অপরদিকে অভিজিৎ দেবের পরিবার বিলেতি মদ বিক্রয় করে। এই নিয়ে কিছুদিন আগে স্থানীয় ক্লাব দুই পরিবারকে নিয়ে আলোচনায় বসে।

সোমবার রাতে শাহজাহান মিয়ার তার বন্ধু উত্তম মালাকার সহ আরও কয়েকজনকে নিয়ে অভিযোগ দেব পরিবারের উপর আক্রমণ চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তুলে অভিজিৎ দেবের পরিবারের লোকজন। এতে আহত হয়েছে উভয় পরিবারের ৭ থেকে ৮ জন। আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ছুটে যায়।

এলাকায় মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলে ছুটে যান খোদ পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার আরও জানান বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সচেতন নাগরিকরা চাইছেন নেশার ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ।

 

 

Exit mobile version