জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ভেঙে গেল স্টিল ব্রিজ। তবে হতাহতের কোন খবর নেই। দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় পরে আছে লেফুঙ্গা থানাধিন গামছাকোবরা থেকে লেফুঙ্গা বাজারে যাওয়ার স্টিল ব্রিজটি। অভিযোগ নেশাখোররা অর্থের জন্য ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার ফলে নড়বড়ে হয়ে পড়ে।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে গেলেও সারাই হয়নি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ঘটে বিপত্তি। বালি বোঝাই লরি ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে স্টিল ব্রিজটি। হুড় মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ার শব্দ পেয়ে ছুটে আসেন লোকজন। স্থানীয়রা দাবি জানিয়েছে চলাচলের এই ব্রিজটি দ্রুত সারাই করে দেওয়ার।