জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার রমরমা রাজ্যের বিভিন্ন প্রান্ত। নেশায় আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। অকালে ঝড়ে যাচ্ছে বহু যুবকের প্রাণ । তাই এই মারন নেশা থেকে যুবকদেরকে রক্ষা করতে সরকারি বেসরকারি উদ্যোগে চলছে সচেতনতামূলক কর্মসূচি।
বৃহস্পতিবার রাজধানীর প্রাচ্য ভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে হয় সচেতনতামূলক রেলি ।এদিন স্কুল চত্বর থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
এতে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অংশ নেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা । রেলি থেকে নেশার বিরুদ্ধে যুব সমাজকে দূরে থাকার বার্তা দেওয়া হয়।