জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরি ছিনতাই এর মত পথ বেছে নিচ্ছে ড্রাগস আসক্তরা। বুধবার নেশার টাকা জোগাড় করতে চুরি করে হাতেনাতে ধরা পরল উচ্চশিক্ষিত যুবক। ঘটনা বিশালগড় মহকুমার গোলাঘাটি বাজার এলাকায়। গোলাঘাটি এলাকার টোটন দাস নামে এক যুবক ধরা পড়ে স্বীকার করে সে ড্রাগস খাওয়ার জন্য টাকা যোগাড় করতেই চুরি করেছে। পরে এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিশালগড় অফিস টিলার এলাকার রামু এবং মিঠুর কাছ থেকে ড্রাগস সংগ্রহ করে , গোলাঘাটি এলাকার মদন এবং নান্টুর কাছ থেকেও সে ড্রাগস সংগ্রহ করে। অপরদিকে দোকানের মালিক কানন সিংহ জানায় তার অনুপস্থিতিতে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় তার মেয়ে এবং স্ত্রী চিৎকার করলে অন্যরা বেরিয়ে এসে তাকে দৌড়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়।