জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বলি রাজ্যে আরও এক তরতাজা যুবক। মৃতের নাম আকাশ সরকার। বয়স একুশ বছর। রাজ্যে নেশার রমরমা। রাজ্যের আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে নেশা জাতীয় সামগ্রী। এই নেশার কবলে পড়ে অকালে ঝড়ে যাচ্ছে বহু যুবকের প্রাণ। খালি হয়ে যাচ্ছে মায়ের কোল। ফের রাজ্যে নেশার বলি এক যুবক। সিধাই মোহনপুরের কালিকামুড়া এলাকার বাসিন্দা আকাশ সরকার।
অভিযোগ একুশ বছরের এই যুবক কয়েক বছর ধরে বাড়ির লোকজনের অজান্তে নেশার ট্যাবলেট খেত। কয়েক মাস আগে বাড়ির লোকজন তা জানতে পারেন। তারা ঘটনা জানার পর নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ছেলে চিকিৎসা করান। বাড়িতেও সময়ে সময়ে বুঝিয়ে আটকে রাখেন যাতে নেশা না করে। এর মধ্যে তিনদিন আগে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়ে আকাশ।
পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন। আকাশের অবস্থা গুরুতর হওয়ায় আই সি ইউতে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার সকালে মারা যায় একুশ বছরের তরতাজা যুবক। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা- বাবা সহ পরিজনেরা। এদিকে ময়নাতদন্ত শেষে দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।