জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়মিতকরণের স্থগিতাদেশ বাতিল করার দাবি জানালেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা। মঙ্গলবার তারা আই জি এম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-র অফিসের সামনে বিক্ষোভ দেখায়। দাবি আদায়ে আগামী দিনে আমরণ অনশনের হুমকিও দেন এদিন তারা। প্রায় ৯৫০ জন অনিয়মিত কর্মী রয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধীনে বর্তমানে।
এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বহু বছর ধরে কাজ করছেন ক্যাজুয়াল আবার কেউ ডি আর ডব্লিউ হিসেবে।অনেকের অবসরে চলে যাওয়ার সময় এসেছে। পূর্বতন বাম সরকারের সময়ে নিয়ম ছিল ১০ বছর চাকরি করার পরে তাদের নিয়মিত করণের। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সেই নিয়ম বন্ধ করে দেয় বলে অভিযোগ।
অথচ তাদের নিয়মিত করণের আশ্বাস দেওয়া হয়েছিল। এখনও তাদের নিয়মিতকরণের কোন সুরাহা হয়নি। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা।অভিযোগ তারা দপ্তরের কাছে বহুবার চিঠি দিলেও কোন সাড়া পায়নি।
তাই মঙ্গলবার ফের তারা আই জি এম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেণ্ট এর অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। তারা দাবি জানায় দ্রুত নিয়মিত করার। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়ে রাখেন অনিয়মিত কর্মচারীরা।