Site icon janatar kalam

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে গাছ ভেঙ্গে ছড়াতে গাড়ি! অল্পেতে রক্ষা পেল যাত্রী সহ চালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে গাছ ভেঙে ছড়ায় গিয়ে পড়ে টি আর ০৩ এন ০৭৭২ নম্বরের বিলাসবহুল হুন্ডাই কোম্পানির আইটেন কার। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা যাত্রী এবং গাড়ির চালকরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিন সকাল বেলা জম্পুইজলা ব্লকের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি ৮ নং জাতীয় সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটি দ্রুত গতিতে উদয়পুর থেকে লেম্বুছড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ারেংবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বেশ কয়েকটি পাল্টি খেয়ে একটি গাছ ভেঙে বীণাপাণি ছড়াতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে সাত সকালে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে।

খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে তবে গাড়ির চালককে তারা পায়নি। ভয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা অল্পেতে রক্ষা পায়। তবে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আহত চালককে না পেয়ে ফিরে যায়। সাত সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকার মানুষের মধ্যে। এক এক করে গ্রামের মানুষ ভিড় জমায় গাড়িটিকে দেখার জন্য। বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়কসহ ছোট বড় সড়ক গুলোতে কোনভাবেই কমছে না যান দুর্ঘটনা। যান দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী বিশ্রামগঞ্জ থানা এলাকায় এমনটাই অভিমত এলাকাবাসীর।

Exit mobile version