জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক যুবক। পারিবারিক ঝামেলার জেরে অভিমানে আত্মহত্যা করে সুমন দাস নামে এক যুবক। ময়নাতদন্ত শেষে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রামনগর পুলিস ফাঁড়ির অধীন আগরতলা বড়জলা এলাকায়।স্থানীয় বাসিন্দা পরিতোষ দাসের ছেলে সুমন দাস।বিবাহিত সুমনের স্ত্রী, ছোট ছোট দুই শিশু সন্তান রয়েছে। রামনগর ফাঁড়ির এক পুলিস আধিকারিক জানান পারিবারিক কোন বিষয় নিয়ে ঝামেলার জেরে আত্মহত্যা করেছে সুমন দাস নামে যুবকটি।
বাড়ির লোকজন ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিবিতে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।