Site icon janatar kalam

নিজের বাড়িতেই গভীর রাতে দুষ্কৃতিকারীদের হাতে খুন হলেন এক ব্যক্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

গভীর রাতে নিজ বাড়িতেই খুন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অজিত দেববর্মা। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত ভদ্রমিসি পাড়া এলাকায়। সাত সকালে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় অজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত করলেও, নিজ বাড়িতে অজিতকে হত্যার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

 

আবারো রহস্য যেন খুনের ঘটনা। এবার নিজের বাড়িতেই গভীর রাতে দুষ্কৃতিকারীদের হাতে খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অজিত দেববর্মা। বয়স ৩৯ বছর। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত ভদ্রমিসি পাড়া এলাকায়। জানা যায়,পেশায় বেসরকারি সিকিউরিটি গার্ড অজিত প্রতিদিনের মতো সোমবার রাতেও স্ত্রী কন্যা নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এর মধ্যেই রাতে কোন এক সময় কয়েকজন দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় তার ঘরে প্রবেশ করে তাকে নৃশংসভাবে খুন করে নিরাপদে গা ঢাকা দেয়। ঘটনার সময় ঘরেই ছিলেন তার স্ত্রী ও কন্যা। তাদের বক্তব্য দুষ্কৃতিকারীদের কাউকেই চিনতে পারেননি তারা। পরে অজিতের স্ত্রী কন্যার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে প্রত্যক্ষ করেন বিছানার মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অজিতের নিথর দেহ। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। আর এই খবর পেয়ে জিরানিয়া এসডিপি ও সহ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে এই খুন কাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। পরিবারের লোকদের দাবি অজিতের কোন শত্রু নেই। এরপরেও কেন তাকে খুন করা হলো, সে নিয়ে তাদের মনেও রয়েছে যথেষ্ট সন্ধিহান। এখন দেখার বিষয় পুলিশ তদন্তমূলে অজিতের খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে জালে তুলতে পারে কিনা। এলাকার সহজ সরল অজিতের মৃত্যুকে ঘিরে গোটা ভদ্রমিসি পাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

 

Exit mobile version