janatar kalam Home রাজনৈতিক নিজের বাড়িঘর সহ দেশের সম্পদকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে : বিপ্লব
রাজনৈতিক রাজ্য

নিজের বাড়িঘর সহ দেশের সম্পদকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধুমাত্র একদিন পরিস্কার পরিচ্ছন্ন করলে হবে না।এই কর্মসূচি প্রতিনিয়ত জারি রাখতে হবে।নিজের বাড়িঘর সহ দেশের সম্পদকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।বুধবার বাধারঘাট বিধানসভা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।

হর ঘর তিঙ্গা কর্মসূচীর অঙ্গ হিসেবে বুধবার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচীতে অংশ নেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকালে প্রথমে তিনি যান এ ডি নগর এলাকার আনন্দময়ী কালীবাড়িতে। ভারতীয় জনতা পার্টির বাধারঘাট মন্ডলের উদ্যোগে সেখানে হয় স্বচ্ছ ভারত অভিযান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও বিধায়িকা মিনারানী সরকার, বিজেপি সদর শহর জিলা সভাপতি সইম ভট্টাচার্য সহ অন্যরা।

সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ মন্দির পরিষ্কার করেন। এর পর তিনি যান শাসক দলের শ্রমিক সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচীতে। রাজধানীর শিশু উদ্যানে এই কর্মসূচী হয়। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এ ধরণের কর্মসূচী প্রতিদিন জারি রাখতে হবে। নিজের বাড়িঘর সহ দেশের সম্পদকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Exit mobile version