Site icon janatar kalam

নিজের দেশেই মুখ পুড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

জনতার কলম ওয়েবডেস্ক :-নিজের দেশেই মুখ পুড়েছে পাকিস্তানের। প্রথমত, ভারতের অপারেশন সিঁদুরের পরে তাদের করা একের পর এক মিথ্যাচার, দ্বিতীয়ত পড়শি দেশের বারবার করা তর্জন গর্জনকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুরের পর এক পাক নাগরিক নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন পাকিস্তানের লজ্জা লাগা উচিত।

ভারত ঘরে ঢুকে তাদের মেরে এসেছে, আর পাকিস্তান কিছুই করতে পারেনি- এই সত্য মেনে নেওয়া উচিৎ। বিশ্বের প্রতিটি শক্তিধর দেশের কাছে এই মুহূর্তে সাহায্য ভিক্ষা চাইছে শরিফের দেশ, কিন্তু সন্ত্রাসবাদীদের থেকে মুখ ফিরিয়েছে সকলেই। এবার নিজের দেশেই আক্রান্ত পাক প্রধানমন্ত্রী। 

শুক্রবার ৯ মে পাকিস্তানের জাতীয় পরিষদের উত্তপ্ত অধিবেশন নাটকীয় মোড় নেয় যখন একজন ক্ষুব্ধ সাংসদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তীব্র আক্রমণ শুরু করেন। তিনি পাক প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ বলে ধিক্কার জানান এবং বলেন যে শাহবাজ শরিফের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উচ্চারণ করারও সাহস নেই।

পাকিস্তানি ভূখণ্ডে সদ্য হওয়া ভারতীয় হামলার পর অভ্যন্তরীণ অসন্তোষ দেখা দিয়েছে। সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে পাক সাংসদের মন্তব্য। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়েছে। সমগ্র জাতি অসহায়, অক্ষম এবং যুদ্ধে অনিচ্ছুক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

ওই পাকিস্তানি সাংসদ দেশের সংকটময় সময়ে নেতৃত্বের নিষ্ক্রিয়তার নিন্দা করে বলেন, “যখন কোনও সেনাবাহিনী সিংহের নেতৃত্বে থাকে, তখন তারা প্রাণপণে যুদ্ধ করে। কিন্তু যদি কোনও সেনাবাহিনী শকুন দ্বারা পরিচালিত হয়, তাহলে তারা যুদ্ধে হেরে ওই পাকিস্তানি সাংসদ দেশের সংকটময় সময়ে নেতৃত্বের নিষ্ক্রিয়তার নিন্দা করে বলেন, “যখন কোনও সেনাবাহিনী সিংহের নেতৃত্বে থাকে, তখন তারা প্রাণপণে যুদ্ধ করে। কিন্তু যদি কোনও সেনাবাহিনী শকুন দ্বারা পরিচালিত হয়, তাহলে তারা যুদ্ধে হেরে যায়। আমাদের প্রধান এতটাই কাপুরুষ যে তিনি মোদির নামও উচ্চারণ করতে পারেন না। আমরা কীভাবে আশা করব যে তিনি সেনাবাহিনীকে অনুপ্রাণিত করবেন?”

বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে, যার নেপথ্যে রয়েছে ভারতীয় সেনা। লাহোরে প্রাথমিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে রাওয়ালপিন্ডিতেও একই ধরণের বিস্ফোরণ হয়। সেখানেই অবস্থিত পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স (GHQ)।

সব মিলিয়ে করাচি, লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, বাহাওয়ালপুর, মিয়ানো এবং চর সহ কমপক্ষে ১২টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। সঠিক কারণ তদন্তাধীন থাকলেও, পাকিস্তানি সামরিক সূত্রগুলি ধ্বংসের জন্য ভারতীয় ড্রোনকে দায়ী করেছে। ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি বাসভবন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে।

Exit mobile version