জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্বিঘ্নে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রতিটি নির্বাচনে যাতে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারে সেই ব্যবস্থা রাখা হয় ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সচেতনতা বিষয়ক এক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন জিমন্যাস্ট দীপা কর্মকার।
দীপা প্রত্যেক নতুন ভোটারদের কাছে নির্ভীক নিয়ে নিজেদের মত দান করার আহবান রাখেন। বলেন ভোট দান হচ্ছে সাধারণ ভোটারদের একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যাতে প্রত্যেকের প্রয়োগ করে। তবেই দেশে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার।