জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে ব্লাড ব্যাংকের অর্থের স্বল্পতা দূর করতে প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা আয়োজন করে চলেছে স্বেচ্ছা রক্তদান শিবির। আর এতে করে স্বাভাবিকভাবেই ব্লাড ব্যাংকগুলি এখন কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। যদিও চাহিদার তুলনায় যোগানের যথেষ্ট অভাব রয়েছে। তাই চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে প্রতিনিয়তই চলছে এখন বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। এর মধ্যেই ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরে এগিয়ে এলো আগরতলা শহরতলী বাধারঘাট উন্নয়ন সংঘ। সংঘের ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। এদিন সকালে মহতি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর শম্পা সেন চৌধুরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, অলক রায়, ক্লাব সভাপতি প্রণব সাহা সহ আরো বিশিষ্ট জনেরা। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে এদিন মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আহবানে সাড়া দিয়ে যেভাবে বিভিন্ন ক্লাব কিংবা সংগঠন স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। মানব জীবনের রক্ত দানের উপর আর কোন দান হতে পারে না। একজন রক্তদাতা রক্ত দিয়ে শুধুমাত্র অপর একজনকে প্রাণ বাঁচাচ্ছেন এমনটাই নয়, নিজেরও উপকার করছেন। তাই নিজের স্বার্থেও সবাইকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।