জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের রাজধানীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । এবারের ঘটনা রাজধানীর জয়নগরের বনিক পাড়া এলাকায় । রাস্তার পাশে নর্দমা থেকে উদ্ধার হয় মৃতদেহটি মৃত ব্যক্তির নাম হাবুল বণিক আনুমানিক ৬৫ বছর জানা গেছে গত সাত দিন যাবত নিখোঁজ ছিলেন জয়নগর বনিক পাড়া এলাকার বাসিন্দা মঙ্গলবার স্থানীয়রা নর্দমায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোকজন তারা মৃতদেহটি সনাক্ত করে এবং উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে নিয়ে আসেন এদিন মৃত ব্যক্তির পরিবারের এক সদস্য এই সংবাদ জানানএদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ সাতদিন পর ড্রেন থেকে উদ্ধার
