Site icon janatar kalam

নারী নির্যাতন থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি— একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ কংগ্রেস মুখপাত্রের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বরাবরের মতোই আবারো রাজ্যের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সেই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী ৩০ অগাস্ট মহাকরণ অভিযানে নামবে কংগ্রেস। কিছু দিন পর পরেই রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ খোলেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

নারী নির্যাতন, নেশার কারবার, বেকারত্ব, নেশার কারবার, পাচার বাণিজ্য, দ্রব্য মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারের সমালোচনার জন্যে সাংবাদিকদের ডেকে কিছু কথা বলেন। একই ভাবে এই গনেশ চতুর্থীর দিন দুপুরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন ডাকেন। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন এই প্রবীণ নেতা। এদিন তিনি উদয়পুরে এক যুবতী গৃহবধূকে নেড়া করে দেওয়া, বিশালগড়ে শিক্ষকের উপর আক্রমণ সহ জ্বলন্ত কিছু ঘটনা নিয়ে সোচ্চার হন।

সেই সঙ্গে জানান, আগামী ৩০ অগাস্ট মহাকরণ অভিযান করবে প্রদেশ কংগ্রেস। ওই দিন প্রেসক্লাবের সামনে হবে জমায়েত। সেখান থেকে মিছিল করে রওনা হবেন তারা। কংগ্রেস দল রাজ্য রাজনীতিতে এখন আগের তুলনায় অনেকটাই সক্রিয়। একটা সময় শুধু ভোটের আগেই কংগ্রেসকে দেখা যেত। এখন রাজনীতিতে অনেকটাই তৎপর কংগ্রেস। প্রায়ই তাদের বিভিন্ন কর্মসূচিতে মাঠে নামতে দেখা যায়।

Exit mobile version