জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের সামাজিক ক্ষমতায়নে ন্যায়বিচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মহিলাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়েছে। মহিলাদের সমস্যার গুরুত্ব অনুধাবন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে মহিলাদের আত্মবিশ্বাসী করে তোলা হচ্ছে। মহিলাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও তাদের আত্মবিশ্বাসী করে তুলতে মহিলা থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ আমবাসা মহিলা থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, ডিআইঞ্জি নদার্ন ও সাউদার্ন রেঞ্জ মনচাক ইপার।
অনুষ্ঠানে আমবাসা মহিলা থানায় কর্মরত কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা তাদের অনেক সমস্যা সঠিকভাবে একজন পুরুষের কাছে প্রকাশ করতে পারেন না। একজন মহিলাই আর একজন মহিলাকে তার সমস্যার কথা বলতে পারেন। তাই মহিলা থানা গঠনে সরকার উদ্যোগ নিয়েছে, যাতে করে মহিলারা তাদের সমস্যা অভিযোগ সহজে বিনা দ্বিধায় বলতে পারেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমবাসা মহিলা থানা রাজ্যের নবম মহিলা থানা। এখন সব জেলা সদরেই মহিলা থানা স্থাপিত হয়ে গেছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, থানায় যারা আসবেন তাদের সমস্যা মনযোগ দিয়ে শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তবেই মহিলাদের সামাজিকভাবে শক্তিশালী করে তোলা যাবে। নারী নির্যাতনে অভিযুক্ত আসামীরা যেন আইন অনুযায়ী সাজা পান সে ব্যাপারে থানায় কর্মরতদের নজর রাখতে হবে।
মুখ্যমন্ত্রী এরপর কমলপুরে নবনির্মিত মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও ৫০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালের দ্বারোদঘাটন করেন। ইসিআরপি (ইমারজেন্সি কোভিড রেসপন্স প্ল্যান) স্কিমে এই হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা। একই সঙ্গে এই বিল্ডিংয়ে থাকবে কোয়ারেন্টাইন সেন্টার, মহকুমা স্বাস্থ্য আধিকারিকের প্রশাসনিক কক্ষ, কনফারেন্স হল, ডাইনিং হল, আশা কর্মীদের কক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, দুর্গা চৌমুহনী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, মহকুমা শাসক এল দারলং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. রাজা জমাতিয়া। মুখ্যমন্ত্রী এরপর নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।