Site icon janatar kalam

নারী গঠিত অপরাধের প্রতিবাদে মৌন মোমবাতি মিছিল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশে ঘটা করে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও নারীদের সুরক্ষা এখনো নিশ্চিত নয় কেননা দেশের আনাচে-কানাচে যেভাবে নারীদের উপর অত্যাচার অনাচার নির্যাতনের সংবাদ ছড়িয়ে পড়ছে তাতে বলা যায় স্বাধীনতার এত বছর পরেও অর্ধেক আকাশের দাবিদার নারীরা এখনো পরাধীনতার জালে আবদ্ধ।

তাই এরই প্রতিবাদে রবিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মৌন মোমবাতি মিছিলের আয়োজন করে ত্রিপুরার প্রদেশ মহিলা কংগ্রেস, মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে নারী সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি রাখার পাশাপাশি দেশের বিভিন্ন কোনায় ঘটে যাওয়া নারী গঠিত অপরাধের সুষ্ঠু বিচারের দাবি রাখেন।

এদিন সংবাদমাধ্যমকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী, সম্প্রতি পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণের পর হত্যা করার বিষয়টিকে কেন্দ্র করে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবি রাখার।

Exit mobile version