janatar kalam

নারীরা সমাজের অগ্রগতির মূল চালিকা শক্তি এবং তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব: টিঙ্কু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে সংকল্প নিতে হবে আর একটিও যেন বালিকা বিবাহ না হয়। নারীদের সম্মান, সুরক্ষা ও আত্মনির্ভর করার যেন এগিয়ে যায়। কথাগুলি বলেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। এর সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মন।

ট্যাবলো সহযোগে এই রেলিতে উল্লেখযোগ্য সংখক মহিলারা অংশ নেন। মূলত বালিকা বিবাহ রোধ ও নারী নির্যাতন বাঁধের উপর বিশেষ গুরুত্ত দেওয়া হয়। স্লোগান উঠে জাগ্রত নারী জাগ্রত সমাজ। মন্ত্রী টিছু রায় জানান সমাজ কল্যাণ দপ্তর ও মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন দপ্তরগুলি নানা কর্মসূচি পালন করছে। নারীদের সম্মান, সুরক্ষা ও আত্মনির্ভর হওয়ার উপর গুরুত্ত দেন তিনি। সেই সঙ্গে বালিকা বিবাহ রোধ করার কথা বলেন।

Exit mobile version