জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নাবালিকা ধর্ষণের অভিযোগে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিকাশ নামা (৩৬)। তিনি পশ্চিম জোলাইবাড়ির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ নির্যাতিতা নাবালিকা বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিকাশ নামাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি জোলাইবাড়ি সোশ্যাল হেলথ সেন্টারে কর্মরত। তিনি বিবাহিত এবং তাঁর এক সন্তান রয়েছে। অপরদিকে, নির্যাতিতা নাবালিকা বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে, যা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইখোড়া থানার অফিসার-ইন-চার্জ বিষ্ণু দাস জানান, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের ৬৫(১)/৩৫১(১) ধারা ও পকসো আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
পুলিশ আরও জানায়, শনিবার ধৃতকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকার প্রতি সংঘটিত এই গুরুতর অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

