Site icon janatar kalam

নাবালক ছেলে ও বিধবাকে পুড়িয়ে মারার চেষ্টা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মা ছেলেকে পুড়িয়ে মারার লক্ষ্যে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এক দুষ্কৃতিকারী। থানায় মামলা নিলেও দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। এদিকে সুষ্ঠু তদন্তক্রমে বিচারের জন্য হন্য হয়ে ঘুরছে নাবালক ছেলে ও মা। ধানের চারা গাছ নষ্ট করাকে কেন্দ্র করে মা ছেলেকে পুড়িয়ে মারতে রাতের আধারে ঘরে আগুন জ্বালিয়ে দেয় প্রতিবেশী রফিক মিয়া, সোহেল মিয়া উরফে সাদ্দাম, রাজ্জাক মিয়া উরফে গব্বর, শফিক মিয়া ও শহীদ উদ্দিন নামে পাঁচ অভিযুক্ত। সংবাদ এ প্রকাশ বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ বিধবা মহিলা ও তার বারো বছরের নাবালক ছেলেকে পুড়িয়ে মারতে উদ্ধত হয় প্রতিবেশী পাঁচ ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। স্বামীহারা শিউলি বেগমের অভিযোগ, গত ২৪ জুলাই রবিবারে তার ধানের চারা নষ্ট করেছিল এক প্রতিবেশীর গবাদি পশু। ঘটনার প্রত্যক্ষ করে শিউলি বেগমের নাবালক ছেলে ওই প্রতিবেশীকে বলতেই উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এখান থেকেই শত্রুতা শুরু হয় শিউলি বেগম ও তার নাবালক ছেলের সাথে। এদিকে ঘটনার তিনদিন অতিক্রম হয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকার জনগণ। অসহায় মহিলার ঘরে থাকা নগদ টাকা সহ স্বর্ণালংকার আসবাবপত্র সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। অথচ এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই পুলিশের। বর্তমানে সুবিচার প্রার্থনা করছেন অসহায় মা ও ছেলে। প্রশ্ন উঠছে আসামিদের ধরে আদালতে প্রেরণ করতে পুলিশের কেন মাথা ব্যাথা। তাহলে কি পুলিশ বাঁকা পথে রফা করে নিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের সাথে ? সাধারণ মানুষ কি এভাবেই বঞ্চিত হবে আইনি সহায়তা থেকে ? জানতে চাইছে এলাকার আমজনতা।

Exit mobile version