Site icon janatar kalam

নানা অনুষ্ঠানে ডাক সপ্তাহ পালিত শান্তির বাজারে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক ডাক দিবসের অঙ্গ হিসেবে শান্তির বাজার মহকুমায় মুকুট অডিটোরিয়ামে গ্রাহকদের নিয়ে ডাক সপ্তাহ দিবস পালন করা হয় মঙ্গলবার। এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য, আগরতলা ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেনডেন্ট বিশ্বজিৎ দেবনাথ, শ্যামলাল দেবনাথ ভিক্টর মজুমদার সহ অন্যান্যরা। ডাক বিভাগের আধিকারিকরা আলোচনা করতে গিয়ে জনকল্যাণমুখী পরিকল্পনা গুলি জন সম্মুখে তুলে ধরেন। ক্ষুদ্র সঞ্চয় বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা করেন ডাক বিভাগের কর্তৃপক্ষরা।পাশাপাশি মুকুট অডিটোরিয়াম এর বাইরেও ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে প্রদর্শনী করা হয়। এদিন বিশিষ্ট ব্যক্তিরা করতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি ডাক বিভাগকে শক্তিশালী করার পাশাপাশি মানুষ যাতে নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে দ্রুত পরিষেবা নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই ডাক বিভাগ ।

 

Exit mobile version