জনতার কলম আগরতলা প্রতিনিধি :-নয়াদিল্লিতে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলির (Externally Aided Projects – EAPs) সীমা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
ডা. সাহা জানান, বর্তমানে আরোপিত সীমাবদ্ধতার কারণে নগর উন্নয়ন, পর্যটন ও আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি থমকে আছে। তিনি কেন্দ্রের কাছে অনুরোধ জানান, এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের স্বার্থে EAP-এর সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হোক।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতি পাবে।