Site icon janatar kalam

নমোঃ যুবা বাইক যাত্রা রাজধানী ছুঁয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা, সুশাসনের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার স্লোগানে সাব্রুম থেকে শুরু হওয়া নমোঃ যুবা বাইক যাত্রা রাজধানী ছুঁয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দিল। শুক্রবার টাঊন বড়দোয়ালি এলাকায় বাইক যাত্রা আসতেই উষ্ণ সংবর্ধনা জানানো হয়। রাজধানীর কামান চৌমুহনীতে বাইক যাত্রাকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা নারায়ণ দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ যুব মোর্চার নেতৃত্ব।
যুব সংগঠনের রাজ্য সভাপতিকে উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। চলতি মাসের ২০ তারিখ সাব্রুমের মৈত্রী সেতু সংলগ্ন এলাকা থেকে বাইক যাত্রা শুরু হয়। বিভিন্ন মণ্ডল ছুঁয়ে এদিন আগরতলায় পৌছয়। বাইক যাত্রায় ছিলেন যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা। ২৭ নভেম্বর ধর্মনগরে বাইক যাত্রার সমাপ্তি হবে। র্যা লির লক্ষ্য মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রাজ্যের যুবকদের মধ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারার প্রচার করা।

 

 

Exit mobile version