জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ, আমরা প্রজন্মের পুনরুদ্ধার। এই স্লোগানকে সামনে রেখে এবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে হয় অনুষ্ঠান। বুধবার আগরতলা শহরে সচেতনতা মূলক রেলি করে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এদিন সকালে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় রেলি। এতে বিভিন্ন বিদ্যালয়-কলেজের পড়ুয়ারা অংশ নেন।
তাদের হাতে ছিল আমাদের গ্রহ রক্ষা করুন,আমাদের ভবিষ্যত রক্ষা করুন সহ বিভিন্ন সচেতনতার বার্তার প্ল্যাকার্ড। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকার সহ অন্যান্যরা।এদিন সকালে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘের উদ্যোগে হয় বৃক্ষ রোপণ কর্মসূচী।
এলাকায় বিভিন্ন চারা গাছ রোপণ করেন সংঘের কর্মকর্তা সহ অন্যরা। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটও কর্মসূচী নেয়। এদিন সকালে বৃক্ষরোপণ করা হয় এনএসএস ইউনিটের তরফে। এসব কর্মসূচীকে ঘিরে সব জায়গায় ভালো সাড়া পড়ে।