2025-10-18
Ramnagar, Agartala,Tripura
দেশ

নকশাল-মাওবাদমুক্ত ভারতের পথে দ্রুত এগোচ্ছে দেশ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, খুব শিগগিরই দেশ সম্পূর্ণভাবে নকশাল ও মাওবাদী সহিংসতা থেকে মুক্ত হবে। গত ১১ বছরে এই সন্ত্রাস দমনে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল নয়াদিল্লিতে আয়োজিত এক ওয়ার্ল্ড সামিট-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাওবাদী সন্ত্রাস আমাদের দেশের যুবসমাজের প্রতি এক গভীর অন্যায় ও ভয়াবহ পাপ। তবে গত এক দশকে হাজার হাজার নকশাল আত্মসমর্পণ করেছে— শুধুমাত্র গত ৭৫ ঘণ্টায় ৩০৩ জন অস্ত্র নামিয়েছে।”

তিনি বলেন, “২০১৪ সাল থেকে সরকার পথভ্রষ্ট যুবকদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সংবেদনশীলভাবে কাজ করছে। একসময় যেখানে ১২৫টি জেলা মাওবাদী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ছিল, আজ তা কমে মাত্র ১১ জেলায় সীমাবদ্ধ।”

প্রধানমন্ত্রী আরও জানান, “আজ মাওবাদীরা নিজেরাই বুঝতে পারছেন যে তারা ভুল পথে চলেছিল এবং এখন উন্নয়নের মূলস্রোতে ফিরছে। এই দীপাবলিতে, মাওবাদমুক্ত অঞ্চলে মানুষ আনন্দের প্রদীপ জ্বালাবে— এটাই নতুন ভারতের দীপাবলি।”

মাওবাদী সহিংসতার ভয়াবহতার প্রসঙ্গে মোদী বলেন, “গত পাঁচ দশকে এই সহিংসতায় অসংখ্য নিরীহ মানুষ ও নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। নকশালরা স্কুল, হাসপাতাল তৈরির পথে বাধা দিয়েছে, এমনকি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোও উড়িয়ে দিয়েছে। ফলে বছরের পর বছর দেশের এক বৃহৎ অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আদিবাসী সমাজ, যারা দীর্ঘদিন ধরে এই সহিংসতা ও অবহেলার শিকার।”

বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বিগত সরকারের আমলে তথাকথিত ‘আরবান নকশাল’ ইকোসিস্টেম এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে, দেশের মানুষ আসল পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারেনি। এরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জায়গা করে নিয়ে মাওবাদী সহিংসতার বিষয়টি চাপা দিতে সচেষ্ট ছিল।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service