Site icon janatar kalam

ধর্মীয় পর্যটন জোরদারে মাতাবাড়িতে সিন্ধিয়ার সফর, খতিয়ে দেখলেন প্রসাদ প্রকল্প

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টায় ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়িতে অবস্থিত মা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনে আসেন। এ সময় তিনি রাজ্যে ধর্মীয় পর্যটনকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে চলমান ‘প্রসাদ’ (PRASAD) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

মন্ত্রী의 সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। মন্দির প্রাঙ্গণে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন্দ্র মজুমদার, পাশাপাশি বিজেপির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকরা।

পরিদর্শনের শুরুতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। এরপর তিনি সংলগ্ন শিবমন্দিরে গিয়ে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। প্রার্থনার মাধ্যমে তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীকে ‘প্রসাদ’ প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। ত্রিপুরা পর্যটন দপ্তরের আধিকারিকরা প্রকল্পের ব্যবস্থাপনা কাঠামো, চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা উদ্বোধিত এই প্রকল্পটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই সফরের ফলে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে। প্রকল্পটি সম্পূর্ণ হলে অধিক সংখ্যক তীর্থযাত্রী ও পর্যটক আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে, যা রাজ্যের সাংস্কৃতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Exit mobile version