Site icon janatar kalam

দ্রুত টেট পরীক্ষা নেওয়ার দাবিতে ফের বি এড, ডি এল এড উত্তীর্ণ বেকাররা টিআরবিটি চেয়ারম্যানের নিকট গেলেন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরে দুইবার নেওয়ার কথা থাকলেও দুই বছরে একবারও টেট ওয়ান, টেট টু কিংবা এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়নি। এমনই অভিযোগ শিক্ষিত বেকারদের। সোমবার ফের বি এড, ডি এল এড উত্তীর্ণ বেকাররা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারা দাবি জানান দ্রুত টেট পরীক্ষা নেওয়ার। বেকারদের অভিযোগ এর আগেও তারা সাক্ষাৎ করেছেন কিন্তু কিছুই হয়নি। তারা জানান, বহু টাকা খরচ করে রাজ্য কিংবা বহিঃরাজ্য থেকে বি এড, ডি এল এড করে এসেছেন। এদিন তারা টিআরবিটি কর্তৃপক্ষ-র সঙ্গে দেখা করলে বেকারদের জানানো হয় তারা প্রস্তুত রয়েছেন কিন্তু সরকার যদি কিছু না বলেন তারা তো কিছুই করতে পারছেন না।

 

Exit mobile version