Site icon janatar kalam

দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে মিছিল সদর জেলা কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম ক্রমেই বাড়ছে। সবজি, আলু- পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। অভিযোগ মূল্য নিয়ন্ত্রণে সরকারের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই অবস্থায় দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে মিছিল করে সদর জেলা কংগ্রেসের। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়।

মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকার নিরব। মুখ্যমন্ত্রী দলের সদস্যতা অভিযান নিয়ে ব্যস্ত। দ্রুত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

 

 

Exit mobile version