Site icon janatar kalam

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ভারত-কানাডা বৈঠক, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্য

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও কানাডার মধ্যে পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে শক্তি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন ও পরিষ্কার জ্বালানির গুরুত্ব নিয়েও মত বিনিময় করেন দুই মন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় পীযূষ গোয়াল জানান, বৈঠকের পাশাপাশি তিনি কানাডার মন্ত্রীকে নতুন সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেন। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নির্মিত এই সংসদ ভবন ‘নতুন ভারতের’ আত্মাকে তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version