janatar kalam Home অপরাধ দোকান খুলে সিগারেট না দেওয়াতে দোকানিকে আক্রমণ করলো এলাকারই এক ব্যক্তি, 
অপরাধ রাজ্য

দোকান খুলে সিগারেট না দেওয়াতে দোকানিকে আক্রমণ করলো এলাকারই এক ব্যক্তি, 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দোকান থেকে সিগারেট চেয়ে না পেয়ে দোকানিকে আক্রমণ করলো এলাকারই এক ব্যক্তি। আহত দোকানি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে আগরতলা প্রতাপগড় বাজার এলাকায়।

সুখেন দাস ও তাঁর স্ত্রী চা বিক্রি করে সংসার চালাতেন। উনাদের দুই মেয়ে রয়েছে। একজন দ্বাদশ পড়ুয়া অন্যজন ষষ্ঠ শ্রেণীতে। প্রতাপগড়ের বাসিন্দা সুখেন দাস বাজারে চা বিক্রি করতেন। উনার স্ত্রীও জিবি হাসপাতাল এলাকায় চা বিক্রি করেন। জানা গেছে চলতি মাসের ১৬ তারিখ এলাকারই দীপঙ্কর সরকার নামে এক বখাটে চা- খেয়ে টাকা না দিয়ে চলে আসে।

পরের দিন এই ব্যক্তি ফের দোকানে যান। তখন সুখেন দাস দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন।তখনই অভিযুক্ত সিগারেট চায়। কিন্তু অসুস্থ সুখেন দাস দোকান বন্ধ থাকায় দিতে অক্ষমতা প্রকাশ করেন। অভিযোগ তখনই দোকানির বুকে সজোরে ধাক্কা দেয় দীপঙ্কর। অভিযোগ ১৮ মে অভিযুক্ত দীপঙ্কর ফের সেখানে গিয়ে ইট দিয়ে দোকানির মাথায় আঘাত করে।

এতে আঘাত পান সুখেন দাস।আহত সুখেন দাসকে জিবিতে নেওয়া হয়।কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মারা যায় বিকেলে। মঙ্গলবার ময়না তদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে আক্রান্ত ব্যক্তির পরিবারের তরফে পূর্ব থানায় মামলা করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।দুই মেয়েকে নিয়ে এখন কিভাবে চলবেন ভেবে পাচ্ছেন না সুখেন দাসের স্ত্রী।

 

 

Exit mobile version